সাকিবই সেরা, দাবি পাপনের

খেলা

ডেস্ক রিপোর্ট

(৮ মাস আগে) ৬ মার্চ ২০২৩, সোমবার, ১১:৫৫ অপরাহ্ন

talktrain

সাকিব আল হাসান যেন এই ১৭ বছর ধরেই সুবাস ছড়িয়ে চলেছেন টাইগার ক্রিকেটে। যার সবশেষ উদাহরণ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ। ব্যাট হাতে ৭৫ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্স করার পর অবশ্য সাকিবকে আবারো সেরা বলে অ্যাখায়িত করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, 'নিঃসন্দেহে সাকিব আমদের সেরা খেলোয়াড়। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই খেয়াল করছি, ও (সাকিব) জেতার জন্য মরিয়া। যদিও আগে থেকেই এমন ছিলো, তবে সাম্প্রতিক সময়ে ওর মধ্যে এই জেতার জন্য মরিয়া ব্যাপারটা একটু বেশিই দেখা যাচ্ছে।'

পাপন আরও যোগ করেন, 'আজকে সাকিব ভালো খেলেছে, মুশফিক রান করেছে। অন্যরাও ভালো করেছে। এবাদত দারুণ বোলিং করেছে। তাসকিনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গায় এবাদত এসে যেভাবে বল করল, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।'

পাপন বলছিলেন, 'একটা-দুইটা হারা-জেতা এগুলো তেমন ব্যাপার না। আমাদের বোলিংয়ে যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু চিন্তার বিষয় আমাদের ব্যাটিংয়ে। ব্যাটিংয়ে আমরা যথেষ্ট অধারাবাহিক।'