
বাঙ্গালি কমিউনিটির সিনিয়র রিয়েলটর রাসেল সিদ্দিকী। তিনি নবীন ও প্রবীন রিয়েলটরদের সঙ্গে মিলে একটি টীম গঠন করেছেন। তার টীমের সদস্য কবিরুল ইসলাম, শাহীন রহমান ও আতুল আগারওয়ালা। এদের মধ্যে কবিরুল ইসলাম অল্প কয়েক দিনের মধ্যেই রিয়েল এষ্টেট কাস্টমারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাকে আরও ভাল করার নির্দেশনা দিচ্ছেন রাসেল সিদ্দিকী। এছাড়া শাহীন রহমানও কাস্টমারদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে রিয়েল এষ্টেট সেক্টরে কাজ করার চেষ্টা করছেন। টীম রাসেল সিদ্দিকী’র চার রিয়েল এষ্টেট এজেন্টকে সম্মাননা দিয়েছে তাদেরিই ব্রোকারেজ হাউজ হোমলাইফ টপ স্টার। গত ৭ ই ফেব্রুয়ারি তাঁদের ব্রোকারেজ অফিসে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার কাম রিয়েলটর রাসেল সিদ্দিকী বলেন, আমার টীমের সবাই সৎ, ডেডিকেটেড। তাদের দিয়ে কাস্টমাররা বাড়ী, কন্ডো, টাউন হাউজ বা অন্য কোন প্রোপার্টি কিনলে লাভবান হবেন। কাস্টমারদের চাহিদার প্রতি তারা সব সময় নজর রাখেন। রিয়েলটর কবিরুল ইসলাম বলেন, প্রোপার্টি কিনে দিয়ে কাস্টমারদের ভালবাসা পেতে চাই। আমি মনে করি কাস্টমাররাই আমার প্রাণ। তাদের ভালবাসা পেলে আমারও ভাল লাগবে।