
অনেক দিন পর ভিন্ন ধরনের একটি অনুষ্ঠান উপভোগ করলেন টরেন্টোর তিন শতাধিক মানুষ। নাচ, গান, আড্ডা ও ডিনারের সাথে ছিল ডিজে, ৩৬০ ডিগ্রি ক্যামেরায় নানা ভঙ্গিমায় ছবি তোলা এবং র্যাফেল ড্র। অনুষ্ঠান শেষে বিদায় নেয়ার প্রাক্কালে তৃপ্তির ঢেকুর তুলে বাড়ি ফেরেন অতিথিরা।
গত ১২ ই মে রাতে টরেন্টোর গ্র্যান্ড সিনেমোন ব্যাংকুইট হলে আয়োজিত অনুষ্ঠানের আয়োজক ছিলেন বাংলাদেশি কানাডিয়ান এক্সপ্লোরাস (বিসিই) নামের ফেসবুক পেজ গ্রুপ। এ গ্রুপের এডমিন সাহানা বেগম, দীন ইসলাম, রাফি আলম ও নাহিদ নাসরীন নয়ন- এর পরিশ্রমের কারনেই এমন একটি সফল আয়োজন সম্ভব হয়েছে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত স্পন্সর, র্যাফেল ড্র স্পন্সর এবং অতিথিরা। অনুষ্ঠানের অর্গানাইজাররা তাদের বক্তব্যে এমন একটি সুন্দর আয়োজনের জন্য ওকপার্ক মর্টগেজ গ্রপের ম্যানেজিং পার্টনার আসহাব উদ্দিন খান আসাদ, রিয়েলটর রাফি আলম, মর্টগেজ এজেন্ট দীন ইসলাম, ব্যারিষ্টার ওমর হাসান আল জাহিদ, মর্টগেজ এজেন্ট বজলুর ভূইয়া মারুফ, মোর্শেদ নিজাম সিপিএ, রিয়েলটর সারোয়ার আহমেদ, ব্যবসায়ি আবুল আজাদ এবং ব্রোকারেজ হাউজ রিয়েলটি-২১ এর দুই মালিক মাইনুল সাঈদ এবং বাদশা আলমকে বিশেষভাবে ধন্যবাদ দেন।
পাশাপাশি র্যাফেল ড্র স্পন্সর রিয়েলটর শেখ হাসিব হোসেন, রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালট্যান্ট (আরসিআইসি) তানভীর নওয়াজ ও মাহমুদা নাসরিন, নিউট্টেশনিস্ট বুশরা দিবা, ফারজানাস কালেকশন-এর ফারজানা আক্তার তানিয়া এবং রিয়েলটর কবিরুল ইসলাম ও হিশাম চিশতিকেও ধন্যবাদ দিতে ভোলেননি। আয়োজকরা জানান, বিসিই ঈদ গালা নাইটের প্রথম আসর থেকে শিক্ষা নিয়ে আগামীতে ভাল কিছু করবেন তারা।