
জাঁকজমকপূর্ণ ইফতার পার্টির আয়োজন করলেন টরেন্টোর রিয়েলটর হিশাম চিশতি। কানাডার টরেন্টোতে আয়োজিত এ ইফতার পার্টিটি বাঙ্গালি কমিউনিটির বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে মিলনমেলায় রুপ নিয়েছিল। ১৮ এপ্রিল অনুষ্ঠিত এ ইফতার পার্টিতে ব্যবসায়ি, ল’ইয়ার, রিয়েলটর, মর্টগেজ এজেন্ট এবং সাংবাদিকসহ দেড় শতাধিক বিভিন্ন পেশার মানুষ যোগ দেন। অনুষ্ঠানে ইফতার ও পরে ডিনার এবং আড্ডাবাজি দারুনভাবে উপভোগ করেন আগত অতিথিরা। ইফতারি আইটেম, হালিম এবং সবশেষে তেহারি খুব তৃপ্তি সহকারে অতিথিরা। ইফতার ও ডিনারের পর আড্ডাবাজিতে মশগুল হন হিশামের গেস্টরা। এমন আয়োজনে শরিক হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রিয়েলটর হিশাম চিশতি বলেন, আপনারা ভালবেসে আমার ডাকে সাড়া দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ। আগামীতেও এ ধরনের অনুষ্ঠান আরও আয়োজন করতে চাই। ইফতারের পর পরই অতিথিরা দলবেধে ফটোসেশনে অংশ নেন। এমন আয়োজনে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের পাশে পেয়ে হিশাম চিশতি যারপরনাই খুশি।