টরেন্টোতে গ্রেটার নরসিংদী জেলার ইফতার ও দোয়া

কানাডা

টক ট্টেইন রিপোর্ট

(৭ মাস আগে) ১৭ এপ্রিল ২০২৩, সোমবার, ১০:২৯ অপরাহ্ন

talktrain

টরেন্টোতে গ্রেটার নরসিংদী জেলার ইফতার ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ৮ ই এপ্রিল। এজন্য বাঙ্গালী অধ্যুষিত স্কারবোর লবঙ্গ রেস্টুরেন্টে দেড় শতাধিক লোকের সমাগম ঘটে। ইফতার মাহফিলে মানব জীবনে রমজানের ফযীলত এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এরপর আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান। দোয়া অনুষ্ঠানের পর ইফতার পরিবেশন করা হয়। ইফতার ও নৈশভোজ এর পৃষ্ঠপোষকতা করেন- ইঞ্জিনিয়ার শাহজাহান সরকার, লুৎফুল কবির কাজল, মর্টগেজ এজেন্ট এ বি এম খান, আসাবউদ্দিন খান (আসাদ) ও বজলুর রহমান (মারুফ), তাজমহল ফুডস এর স্বত্তাধিকারী রিয়াজ আহমেদ, রিয়েলটর আবুল হাসনাত, রাকিব জামান ও রাফি আলম, ব্যাংকার সিরাজুল হক মৃধা, আইটি প্রফেশনাল নজরুল ইসলাম ও আরমান হোসেন, নতুনদেশ.কম এর প্রধান সম্পাদক ও প্রকাশক শওগাত আলী সাগর, প্রবাসী কণ্ঠ ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক খুরশিদ আলম, স্কারবোরো সাউথওয়েস্ট ফেডারেল লিবারেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মার্জিয়া হক এবং ব্যবসায়ী আহসানউল্লাহ। ইফতার ও দোয়া মাহফিলে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক জসিম উদ্দিন আহমদ, ব্যারিষ্টার  কামরুল হাফিজ, ওমর জাহিদ ও অরিফ হোসেন, রিয়েলটর আনোয়ার কামাল, আলাউদ্দিন কাজল ও দুলাল ভৌমিক। স্থানীয় মিডিয়া প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এনআরবি টিভি’র প্রধান নির্বাহী ও ‘বাংলা মেইল’ এর সম্পাদক ও প্রকাশক শহীদুল ইসলাম মিন্টু, ভোরের  আলো ও প্রবাসী টিভি’র দীন ইসলাম, প্রবাসী টিভি’র কর্ণধার মাহবুব চৌধুরী রনি।  সবশেষে ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহণের জন্য অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন উদ্যোক্তরা।