সুখ খুঁজতে বার্সেলোনা ছাড়লেন শাকিরা

বিনোদন

ডেস্ক রিপোর্ট

(৭ মাস আগে) ৫ এপ্রিল ২০২৩, বুধবার, ১০:০৫ পূর্বাহ্ন

talktrain

বিশ্ববিখ্যাত পপ গানের শিল্পী শাকিরা। একজন কলম্বিয়ান গায়িকা-গীতিকার, সুরকার, সংগীত প্রযোজক এবং নৃত্যশিল্পী। এই গায়িকা ২ মার্চ তার ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ঘোষণা করেন  তিনি বার্সেলোনা ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার সবচেয়ে বড় শহর মিয়ামি তে দুই ছেলে মিলান-১০ এবং সাশা-৮ কে নিয়ে স্থায়ীভাবে বসবাস করার জন্য চলে যাচ্ছেন, যেখানে তার পরিবারের বেশিরভাগ লোক বসবাস করে।

এক দশকেরও বেশি সময় ধরে শাকিরা বার্সেলোনায় বসবাস করছিলেন বর্তমানে সন্তানদের সুখের কথা চিন্তা করে তিনি বার্সেলোনার এক দশকের বসবাসের জীবনের ইতি টানলেন। তিনি তার পোস্টে আরও উল্লেখ করেন বার্সেলোনাই বসবাস করে কিছু মানুষের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক স্থাপন হয়েছিল।প্রতিবেশীদের ভালোবাসাই আমি প্রতিনিয়ত সিক্ত হতাম। অনেক মিস করবো আপনাদের।